ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে প্রতিবন্ধী আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মধুপুরে প্রতিবন্ধী আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালা প্রতিবন্ধী আইন বিষয়ে অবহিতকরণ কর্মশালা। ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে প্রতিবন্ধী আইন-২০১৩ বিষয়ে অবহিতকরণ কর্মশালা করেছে পরিবার ও শিশু কল্যাণ নামের স্থানীয় এক উন্নয়ন সংগঠন।

সোমবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মধুপুর উপজেলা প্রশাসন ক্যাম্পাসের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাস।

কর্মশালায় পরিবার ও শিশু কল্যাণ কেন্দ্রর সভাপতি খন্দকার বেলায়েত হোসেন সভাপতিত্ব করেন।

আয়োজক প্রতিষ্ঠানের পিও জুলহাস উদ্দিনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এএইচএম রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্র নাথ, মহিলা বিষক কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রতিবন্ধী কনসালটেন্ট ডা. আরিফুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর আজিজ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad