[x]
[x]
ঢাকা, শনিবার, ৫ কার্তিক ১৪২৫, ২০ অক্টোবর ২০১৮
bangla news

খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৪-২৩ ৬:৫২:২৯ এএম
পঞ্চম খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

পঞ্চম খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

খুলনা: পঞ্চম খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) দুপুরে খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বপন কুমার রায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তাবে তিনি বলেন, জীবনযাত্রার মান উন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলতে হবে। বর্তমান সরকার উদ্ভাবন সৃষ্টিতে বিভিন্ন সুযোগ তৈরি করে দিচ্ছে। বাংলাদেশের বিজ্ঞানীরা বিভিন্ন খাতে উদ্ভাবন সৃষ্টি করেছেন। শিক্ষার্থীদের এসব বিজ্ঞানীদের অনুসরণ করে নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি করতে হবে।

খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রওশন আরা বেগম, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নিশ্চিন্ত কুমার পোদ্দার এবং জেলা প্রশাসক (ডিসি) মো. আমিন উল আহসান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এমআরএম/জিপি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache