ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩

হবিগঞ্জ: হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২২ এপ্রিল) বিকেলে জেলার লাখাই উপজেলার সজনগ্রাম ও বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ি গ্রামে দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন- সজনগ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) ও হিয়ালা আগলা বাড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১২)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেওয়ান নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান কাটার কাজ করছিলেন নুফুল ও আপন নামে দুই কৃষক। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। পরে পাশের জমিতে কর্মরত শ্রমিকরা  তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বৃষ্টির মধ্যে বাড়ির পার্শ্ববর্তী মাঠে খেলা করছিল মঈন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এতথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।