ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পৌনে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখার পর পুনরায় ফেরি চলাচল শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

রোববার (২২ এপ্রিল) বিকেল সোয়া ৫ টার দিকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঝড়ো আবহাওয়ার কারণে বিকেল সাড়ে ৪ টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখা বাণিজ্য বিভাগের মহা-ব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বাংলানিউজকে জানান, নদী এলাকায় ঝড়ো বাতাসের কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। ঝড়ো বাতাস কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

তবে পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের কোনো চাপ নেই বলেও জানান নাসির মোহাম্মদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।