ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফেস ডিটেকক্টর সফটওয়্যার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ফেস ডিটেকক্টর সফটওয়্যার উদ্বোধন জেলা পুলিশের সম্মেলন কক্ষে ফেস ডিটেকক্টর সফটওয়্যার উদ্বোধন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে সিসি ক্যামেরার মাধ্যমে ফেস ডিটেকক্টর সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২২ এপ্রিল) বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মিজানুর রহমান এ সফটওয়্যার উদ্বোধন করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে কলেজ পডুয়া তিন শিক্ষার্থী এ প্রযুক্তিটি আবিষ্কার করেন।

তারা হলেন- বাসুদেব চৌধুরী রাজ, অজিত চন্দ্র বিশ্বাস, রেজওয়ানুর রহমান। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।

প্রযুক্তির আবিষ্কারক বাসুদেব চৌধুরী রাজ বাংলানিউজকে বলেন, বাংলাদেশে এই প্রথম আমরা ফেস রিকগনিশন নিয়ে কাজ করছি। ইতোমধ্যে আমরা ৪০ ভাগ কাজ শেষ করে ফেলছি। এটাকে নিখুঁত ও কার্যকরী করার জন্য কাজ করে যাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সহকারী সার্কেল রেজাউল কবির, এএসপি হেডকোয়াটার আবু সাঈদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।