ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে ৮ জেলে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে ৮ জেলে আটক

সাতক্ষীরা: সুন্দরবনের অভয়ারণ্য ঘোষিত এলাকায় মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করেছে বন বিভাগের সদস্যরা।

রোববার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাইটার খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার মনিপুর গ্রামের রজব আলী গাজীর ছেলে আব্দুল হান্নান (৪০), খুলনার পাইকগাছা উপজেলার বাকা গ্রামের বকস সরদারের ছেলে শুকর আলী সরদার (৫২), খুলনার রুপসা থানার জয়পুর গ্রামের শেখ আফজাল হোসেনের ছেলে শেখ ইসমাইল হোসেন (৪০), কয়রা থানার গোগড়া গ্রামের আকবর আলী সরদারের ছেলে আলমগীর হোসেন (২১), একই এলাকার মদিনাবাদ গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে আব্দুল খালেক (২০), গাটাখালী গ্রামের ইউনুস আলী মোল্যার ছেলে আব্দুল মালেক (৪২), গোদাড়া গ্রামের নুরুল ইসলাম সানার ছেলে আলমগীর হোসেন (৩৩) ও মইনদ্দীনের ছেলে তৈয়বুর রহমার (৩০)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা কেএম কবীর হোসেন বাংলানিউজকে জানান, সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে আট জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাছ ধরার কাজে ব্যবহৃত দু’টি ট্রলার, জাল ও মাছ জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।