ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে কৃষক হত্যায় মামলা, গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
সিলেটে কৃষক হত্যায় মামলা, গ্রেফতার ২

সিলেট: হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাটে সাইফুল ইসলাম (৩২) নামে এক কৃষক হত্যার ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনায় রোববার (২২ এপ্রিল) ভোরে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ এপ্রিল) মধ্যরাতে নিহতের ভাই ফারুক মিয়া বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার লক্ষীনগর পূর্ব পেকের খাল এলাকার আব্দুল খালিকের স্ত্রী সিতারা বেগম (৪০) ও একই গ্রামের আব্দুল মালিকের স্ত্রী সাহারা বেগম (৩৫)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, হত্যা মামলায় গ্রেফতারকৃতদের নাম এজাহারে রয়েছে। এ ঘটনায় অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার তোয়াকুল ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামে হাঁসের ধান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে সাইফুল ইসলাম খুন হন। তিনি ওই গ্রামের আবিদ আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা এপ্রিল ২২, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।