ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে ৮ টন জাটকা জব্দ, ৭ মাছ বিক্রেতাকে জেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
যাত্রাবাড়ীতে ৮ টন জাটকা জব্দ, ৭ মাছ বিক্রেতাকে জেল জাটকাসহ সাত মাছ বিক্রেতা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাছের আড়তে অভিযান চালিয়ে আট টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) ভ্রাম্যমাণ আদালত। এ সময় সাত মাছ ব্যাবসায়ীকে আটক করে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি জানান, শনিবার (২১ এপ্রিল) মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত র‌্যাব-১০ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ বিপুল পরিমাণ জাটকা জব্দ করে।

এ সময় সাত মাছ ব্যাবসায়ীকে আটক করে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

জব্দ হওয়া জাটকা রোববার দুপুরে রাজধানীর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।