ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ত্রয়োদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী ২৭ এপ্রিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ত্রয়োদশ বিসিএস ফোরামের পুনর্মিলনী ২৭ এপ্রিল 

ঢাকা: ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভা ও চতুর্বিংশতম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

আগামী ২৭ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তন এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

এতে অংশগ্রহণের জন্য ত্রয়োদশ বিসিএসের সব ক্যাডার সদস্যকে ১৫ এপ্রিলের মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

পুনর্মিলনী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করা হবে। নাম নিবন্ধন ও স্মরণিকার জন্য হালনাগাদ তথ্যসহ পাসপোর্ট আকারের এককপি রঙিন ছবি পাঠাতে হবে।   

অনুষ্ঠানে ফোরাম সদস্যের কৃতি সন্তানদেরও সংবর্ধনা দেওয়া হবে। ২০১৭ সালের প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি, এইচএচসি পরীক্ষায় এ+ এবং ‘ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষায় এ অর্জনকারীদের সার্টিফিকেট অথবা ফলাফল সিটের সত্যায়িত ফটোকপি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।  

সদস্য ও সন্তানদের নাম নিবন্ধন ও তথ্য পাঠানোর জন্য যোগাযোগ করতে হবে ড. মো. সহিদুল ইসলাম (০১৯৫৫৫৫৫৫৫৫), মো. আতাউর রহমান (০১৯২৪৩১৪২১৯), মো. আলমগীর হোসেন (০১৫৫২৫৫১৭৮০), পুলক কান্তি বড়ুয়া (০১৭১২১২৯৫২২) ও মনজু মান আরার (০১৭১১৬৬৪১২৭) সঙ্গে। ইমেইল করা যাবে [email protected][email protected] ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ