ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা: প্রশাসন আশ্বাসের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ তুলে নিয়েছে স্থানীয় লোকজন ও হাসানপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ ও উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন অবরোধকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এরআগে বেলা সোয়া ১১টার দিকে দাউদকান্দির সঙ্গে মেঘনাকে রাখার দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা ও হাসানপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরেন ওই রোড দিয়ে চলাচলকারী যাত্রীরা।

** সংসদীয় আসনে দাউদকান্দি-মেঘনা এক রাখার দাবিতে সড়ক অবরোধ

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad