ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সংসদীয় আসনে দাউদকান্দি-মেঘনা এক রাখার দাবিতে সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
সংসদীয় আসনে দাউদকান্দি-মেঘনা এক রাখার দাবিতে সড়ক অবরোধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা: দাউদকান্দির সঙ্গে মেঘনাকে রাখার দাবি জানিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে অবরোধ করে রেখেছে স্থানীয় জনতা ও হাসানপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টায় উপজেলার মহাসড়কের হাসানপুর ডিগ্রি কলেজের সামনের রাস্তা অবরোধ করে রাখে তারা।

এ বিষয়ে জানতে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

দাউদকান্দি ও মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসন এবং হোমনা ও তিতাস নিয়ে কুমিল্লা-২ পূর্বের সংসদীয় আসন ছিলো।

জাতীয় সংসদের ৩শ আসনের সীমানার খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা-১ আসনে রয়েছে দাউদকান্দি ও তিতাস উপজেলা, কুমিল্লা-২ আসনে রয়েছে হোমনা ও মেঘলা উপজেলা। এছাড়া কুমিল্লা-৬ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন এবং সেনানিবাস এলাকা। আর কুমিল্লা-১০ আসনের সঙ্গে রয়েছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, লালমাই উপজেলা এবং লাঙ্গলকোট উপজেলা।

৩শ আসনের মধ্যে ১৬ জেলার মোট ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে তালিকার গেজেট প্রকাশ করেছে সংস্থাটি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।