ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাসপাতাল ছাড়ছেন স্বর্ণা, মেহেদী, রুবায়েত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
হাসপাতাল ছাড়ছেন স্বর্ণা, মেহেদী, রুবায়েত স্বর্ণা ও মেহেদী। ছবি- বাংলানিউজ

ঢাকা: নেপালে ইউএস-বাংলার প্লেন দুর্ঘটনায় আহত স্বর্ণা, মেহেদী ও রুবায়েতকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। 

বুধবার (২৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত এ তিনজনের সুস্থতার ব্যাপারে বাংলানিউজকে নিশ্চিত করেন মেডিকেল বোর্ডের সদস্য প্রোফেসর ড. আবুল কালাম।  

এ দুর্ঘটনায় আহত শেহেরিনের ছুটির ব্যাপারে আগামী সপ্তাহে জানাবে মেডিকেল বোর্ড।

তবে আরেক আহত অ্যানির ট্রমা অনেক বেশি থাকায় আরও কিছুদিন তার চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ড. আবুল কালাম বলেন, আশা করছি স্বর্ণা, মেহেদী ও রুবায়েত আজই বার্ন ইউনিট ছাড়বেন। তবে অ্যানির শরীরে আঘাত না থাকলেও, সে মানসিকভাবে বিপর্যস্ত। দুর্ঘটনায় তিনি স্বামী ও সন্তান হারিয়েছেন। মানসিক চিকিৎসকরা তার ট্রিটমেন্ট করছেন।

তিনি আরও বলেন, শেহেরিনের শরীরে দগদ্ধতা রয়েছে। তার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।