ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারত-বাংলাদেশ সীমান্তে যাচ্ছেন বাংলাদেশের ২৫ সংবাদকর্মী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ভারত-বাংলাদেশ সীমান্তে যাচ্ছেন বাংলাদেশের ২৫ সংবাদকর্মী সফরে থাকা প্রতিনিধি দলের একাংশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: চারদিনের সফরে প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ ভারতে যাচ্ছেন বাংলাদেশের ২৫ জন সংবাদকর্মী।

বুধবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকার ভারতীয় হাই কমিশনের থার্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন অ্যান্ড কালচার) বিশাল জ্যোতি দাসের নেতৃত্বে দলটি কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

দলে রয়েছেন দেশের বিভিন্ন দৈনিক, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ২৫ জন সংবাদকর্মী।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চপদস্থ কর্মকর্তারা দুই দেশের সীমান্তের নানান সমস্যা আলোকপাত ছাড়াও সীমান্ত সম্পর্কে সম্যক ধারণা দেবেন সফররতদের। বাস্তব অভিজ্ঞতার জন্য বিএসএফ-এর তত্ত্বাবধানে ভারতের পূর্বে বাংলাদেশের সাতক্ষীরালাগোয়া সুন্দরবন, হাসনাবাদ, টাকি, ঘোজাডাঙ্গা প্রভৃতি সীমান্তে সরজমিনে পরিদর্শন করবে দলটি।

এছাড়া কলকাতার কয়েকটি দর্শনীয় স্থানে ভ্রমণ করবেন সংবাদকর্মীরা। সফর শেষে তারা ফিরবেন ৩১ মার্চ।

এটি দুই দেশের মধ্যে একটি নিয়মিত সফর। প্রতিবছর বাংলাদেশের একদল সংবাদকর্মী ভারত সরকারের আমন্ত্রণে দুই দেশের সীমান্ত এলাকায় সফর করেন। একইভাবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ভারতের একদল সংবাদকর্মীও বাংলাদেশ সফরে আসেন।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এএ/এনএইচটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।