ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোলে ২৪ পিস স্বর্ণের বারসহ গ্রাম্য ডাক্তার আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
বেনাপোলে ২৪ পিস স্বর্ণের বারসহ গ্রাম্য ডাক্তার আটক স্বর্ণের বারসহ আটক গ্রাম্য ডাক্তার

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তপথে ভারতে পাচারের সময় স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক (৪৭) নামের এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৭ মার্চ) বিকেল ৩টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক রাজ্জাক বেনাপোলের পুটখালী গ্রামের আতাল সদ্দারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে। তার কাছ থেকে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়।  

২১-বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক স্বর্ণের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এজেডএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।