ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাঙ্গলবন্দে অষ্টমী স্নানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
লাঙ্গলবন্দে অষ্টমী স্নানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে এসে পানিতে ডুবে শুভ (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৫ মার্চ) সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।  

শুভ নওগাঁর নেয়ামতপুরের দড়িলাপুর এলাকার দুলাল চন্দ্র দাসের ছেলে।

সে নওগাঁ থেকে তার চাচা সাগর চন্দ্র দাসের সঙ্গে পুণ্যার্থী হিসেবে স্নান করতে এসেছিলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় শুভ বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদের বাসনকালী ঘাটে স্নান করতে নেমে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল ১১টায় তার মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মন্ডল বাংলানিউজকে জানান, শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ তার গ্রামে পাঠানোর ব্যবস্থা করছি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ