ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গৃহকর্মী হত্যা মামলায় স্ত্রীসহ পুলিশ সদস্যের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
গৃহকর্মী হত্যা মামলায় স্ত্রীসহ পুলিশ সদস্যের যাবজ্জীবন

রংপুর: রংপুরে গৃহকর্মী মঞ্জিলা খাতুনকে হত্যার অভিযোগে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলতাফ হোসেন ও তার স্ত্রী সালেহা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

রোববার (২৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জাবিদ হোসেন এ রায় ঘোষণা করেন।  

২০০৩ সালের ২৪ মে রাতে রংপুর নগরীর তালুকরঘু তামপাট এলাকায় পুলিশের এএস আই আলতাফ তার বাড়ির গৃহকর্মী মঞ্জিলাকে ধর্ষণ করে হত্যা করে।

এরপর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আলতাফ ও তার স্ত্রী সালেহা মঞ্জিলার মরদেহ বাড়ির অদূরে একটি ধানক্ষেতে ফেলে রাখেন।  

এ ঘটনায় নিহেতর মা রাবেয়া খাতুন বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় দীর্ঘ ১৫ বছর ধরে বিচার চলার পর অবশেষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।  

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, ২৫ মার্চ, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।