ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালেদার সঙ্গে দেখা করবেন ৬ আইনজীবী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
খালেদার সঙ্গে দেখা করবেন ৬ আইনজীবী পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগার। এখানেই রাখা হয়েছে খালেদা জিয়াকে/ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন তার ছয় আইনজীবী। রোববার (২৫ মার্চ) বিকেল ৩টায় তারা কারাফটকে যাবেন।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি বাংলানিউজকে জানান।

কারাসূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার রোববার দুপুর সোয়া ১২টার দিকে খালেদা জিয়ার আইনজীবীদের চিঠি কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

 

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবীরা হলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।  

কারা কর্তৃপক্ষ আইনজীবীদের তালিকা সম্বলিত চিঠি গ্রহণ করেন দুপুর সোয়া ১২টায়।

খালেদার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ