ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে পুড়লো ৩ ব্যবসা প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
সিলেটে পুড়লো ৩ ব্যবসা প্রতিষ্ঠান সিলেট নগরীর তালতলা মাছুদিঘীর পাড়ে অগ্নিকাণ্ড

সিলেট: সিলেটে নগরীতে অগ্নিকাণ্ডে পুড়লো তিনটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১১ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর তালতলা মাছুদিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানা গেছে, মাছুদিঘীরপাড় ওমান রেফ্রিজারেশন নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রথমে আগুন লাগে।

নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী জিনান মটরস, নজমুল রেফ্রিজারেশন নামক দোকানে। খবর পেয়ে দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।  

দমকল বাহিনীর টিম লিডার প্রণয় বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।