ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ বিক্ষোভ-মিছিল করেছে পাটকল শ্রমিকরা

যশোর: বাংলাদেশ জুট মিল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পাটকলগুলো বিলুপ্তি করতে অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ-মিছিলসহ সমাবেশ করেছে পাটকল শ্রমিকরা।

রোববার (১১ মার্চ) দুপুরে যশোরের শিল্পশহর নওয়াপাড়ার রাজঘাটের যশোর-খুলনা মহাসড়কে অবস্থান এ মিছিল সমাবেশ করে।

যশোর জুট ইন্ডাস্ট্রিজ (জেজেআই) নবনির্বাচিত সিবিএর সাধারণ সম্পাদক এসএম কামরুজ্জামান চুন্নুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কার্পেটিং জুট মিলের সিবিএর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফারাজী, কর্মকর্তা আবদুল আজিজ জমাদ্দার, শ্রমিকনেতা গোলাম আজম মিঠু, জিয়াউদ্দিন পলাশ, নূর ইসলাম, আবদুল হামিদ, ইসরাইল সরদার প্রমুখ।



সমাবেশ শেষে জেজেআই ও কার্পেটিং জুট মিলে কর্মরত হাজারও শ্রমিক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল করে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৮
ইউজি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।