ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোহেলকে গ্রেফতার করা হয়নি: ডিএমপি কমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সোহেলকে গ্রেফতার করা হয়নি: ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া/ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কোনো ইউনিট বিএনপি নেতা হাবিবুন-নবী খান সোহেলকে গ্রেফতার করেনি। বিএনপির পক্ষ থেকে যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, অপপ্রচার।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি হেডকোয়াটার্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, 'পুলিশ তাকে গ্রেফতার করেনি।

বিভিন্ন মাধ্যমে যে খবরগুলো আসেতেছে তা সত্য নয়। আমি সব ইউনিটের সঙ্গে কথা বলেছি, কেউ তাকে গ্রেফতার করেনি। জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য এরকম অপপ্রচার চালানো হচ্ছে। '

ক’দিন ধরে যে গণগ্রেফতারে অভিযোগ করা হচ্ছে, এ বিষয়ে তিনি বলেন, কোনো গণগ্রেফতার হচ্ছে না। কোথাও গণগ্রেফতারের অভিযোগ থাকলে দেন, আমরা ব্যবস্থা নেবো। ৩০ জানুয়ারি পুলিশের উপর হামলা প্রিজনভ্যান ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। অতীতেও যারা জ্বালাও-পোড়াও করে জনগণকে হয়রানি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে করে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি সমর্থকরা রাজনৈতিক কর্মসূচি করতে পারবে কি না জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, 'যদি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করতে চায় তাহলে কেউ বাধা দিবে না। তবে যদি কেউ শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে তাহলে কাউকে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। শক্তহাতে দমন করা হবে। মানুষের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত রয়েছেন। '

তিনি বলেন, 'আগামী ৮ ফেব্রুয়ায়রি একটি রায়কে কেন্দ্র করে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়াতে নানা গুজব এবং শঙ্কার কথা শুনেছি। পুলিশ জানমালের নিরাপত্তা দেবে, নগরবাসীকে রক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি পুলিশের রয়েছে। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী রায়কে কেন্দ্র করে জ্বালাও পোড়াও ভাঙচুর করে তবে শক্ত হাতে দমন করা হবে। সম্মানিত নাগরিকদের নিরাপত্তা দিতে পুরো শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। '

'২০১৪-১৫ তে যেভাবে জ্বালাও-পোড়াও করা হয়েছে, যেভাবে সাধারণ মানুষের ওপর আক্রমণ, অগ্নিসন্ত্রাস, বোমা সন্ত্রাসসহ এ ধরনের অপতৎপরতা করা হয়েছে এগুলো দমন করতে সবধরনের উদ্যোগ নেয়া হয়েছে। '

নগরীর নিরাপত্তা বিষয়ে কোনো রাজনৈতিক নির্দেশনা রয়েছে কি না সংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, 'এটি কাজের অংশ। আইন ও সংবিধানে বলা আছে, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দেবে। আমরা সেটিই করছি। যেকোন ধরনের জ্বালাও পোড়াও রোধে পুলিশ নিরাপত্তা দেবে, এটা রাজনৈতিক নয়। '

'যারা এর সঙ্গে রাজনৈতিক বিষয় জড়াচ্ছেন বুঝতে হবে তারা পরোক্ষভাবে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির ইন্দন দিচ্ছেন। '

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।