ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
কেরানীগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে বিক্ষুদ্ধ শ্রমিকরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন লাকিরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে লাকিরচর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির সময় পাঁচ ডাকাতকে আটক করে পুলিশ।

আটককৃত ডাকাতরা ওই এলাকায় একটি জুট মিলে শ্রমিকের কাজ করতেন। এর জের ধরে সকালে সহস্রাধিক শ্রমিক ঢাকা-নবাবগঞ্জ সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুদ্ধ শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের একটি ভাঙচুর করে বিক্ষুদ্ধ শ্রমিকরা। পরে ডিবি পুলিশ ও থানা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে চলাকালে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বাংলানিউজকে বলেন, আটক ডাকাত সদস্যরা নিজেদের ডাকাত বলে স্বীকারোক্তি দিয়েছে। এরপরও শ্রমিকদের হামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।