ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাসের হার ও জিপিএ-৫ কমেছে রাজশাহী বোর্ডে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
পাসের হার ও জিপিএ-৫ কমেছে রাজশাহী বোর্ডে

রাজশাহী: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় রাজশাহী বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির হার কমেছে। জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। গত বছর ছিলো ৯৭ দশমিক ৬৮ শতাংশ। ফলে পাসের হার কমেছে দুই দশমিক ১৪ শতাংশ। এছাড়া প্রকাশিত ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও।

এবার জিপিএ-৫ পেয়েছে ৩৭ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিলো ৪০ হাজার ৪৭১ জন।

ফলে এ বছর দুই হাজার ৮৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

জিপিএ-৫ পাওয়া ৩৭ হাজার ৬৩৩ জনের মধ্যে ১৬ হাজার ৬১০ জন ছাত্র এবং ২১ হাজার ২৩ জন ছাত্রী। ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছিলো ৪০ হাজার ৪৭১ জন। এর মধ্যে ১৮ হাজার ৫৯৫ জন ছাত্র এবং ২১ হাজার ৮৭৬ জন ছাত্রী।  

এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বলেন, সৃজনশীল প্রশ্নপত্র এবং সঠিক মূল্যায়নের ফলে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। তবে এটা স্বাভাবিক। আগামী বছর আরও ভালো ফলাফল করার জন্য শ্রেণিকক্ষে পাঠদান এবং মডেল টেস্টের ওপর জোর দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।