ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অভির মায়ের দায়ের করা রিটের শুনানি হয়নি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

ঢাকা: জাতীয় পার্টির সাবেক সাংসদ গোলাম ফারুক অভি দেশে আসার সময় বিমানবন্দরে কোনো বাধা সৃষ্টি না করতে দায়ের করা রিট আবেদনের শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়নি।

বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চে গত ১০ আগস্ট অভির মা আমিনা বেগম রিটটি দায়ের করেন।

 

মঙ্গলবার রিটের শুনানিও অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রিটের পরবর্তী শুনানির দিন ধার্য ছিল। কিন্তু অনিবার্যকারনে শুনানি অনুষ্ঠিত হয়নি।

মঙ্গলবার গোলাম ফারুক অভির আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক শুনানিতে অংশ নেন।

বাংলাদেশ সময় ১৯১২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
জেএ/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ