ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ছদ্মবেশী মূর্তি পাচারকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতালের একটি কক্ষ থেকে বুধবার র‌্যাবের হাতে ধরা পড়েছেন ছদ্মবেশী এক মূর্তি পাচারকারী।

তার নাম মো. বদিউল আলম (৫৫)।

পরে তার কাছ থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বুদ্ধ মূর্তি উদ্ধার করা হয়।

র‌্যাব-১০’র উপ-সহকারী পরিচালক দেলোয়ার হোসেন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের ১৩৭ নম্বর কে অভিযান চালিয়ে রোগীর ছদ্মবেশে থাকা বদিউল আলমকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সেখান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।