ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ৭২ লাখ টাকার নকল বইসহ দুই শ্রমিক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

ঢাকা: রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি বই বাঁধাই কারখানা থেকে পুলিশ বৃহস্পতিবার চার হাজার নকল বই উদ্ধার করেছে। চিকিৎসা বিজ্ঞানের ওই বইগুলোর মোট দাম ৭২ লাখ টাকা।



পুলিশ ওই কারখানা থেকে দুই বাঁধাই শ্রমিককে আটক করে। তবে কারখানার মালিককে পুলিশ আটক করতে পারেনি।

পুলিশ জানায়, সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মঞ্জুর রহমানের নেতৃত্বে রমনা থানা পুলিশের একটি দল সিদ্ধেশ্বরী এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ ওই এলাকার একটি বাড়ির নিচ তলায় বই বাঁধাই কারখানায় হানা দিয়ে চিকিৎসা বিজ্ঞানের বিদেশি বইয়ের ফটোকপি করা বইগুলো উদ্ধার করে। এ সময় দুই বাঁধাই শ্রমিককে আটক করা হয়। এ ব্যাপারে রমনা থানায় মেধাস্বত্ব (কপিরাইট) আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক নকল বইগুলোর একেকটির বর্তমান বাজার দর এক হাজার আট’শ টাকা।

গ্রেপ্তারকৃতরা জানান, তারা জানতেন না তাদের বইগুলো নকল। তারা ওই মালিকের অধীনে বেশ কিছুদিন থেকে এভাবে বই বাঁধাই করে আসছেন।

বাংলাদেশের স্থানীয় সময় : ১৯৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।