ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

কুমিল্লা: কুমিল্লার সদর উপজেলার (দক্ষিণ) মাটিয়ারায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকতাকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পিস্তলধারী দুই ডাকাত।



আটক ডাকাতদের কাছ থেকে ১টি চাপাতি ও ১টি ছেনি উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ থানার এএসআই গোলাম জিলানী বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, রাত দেড়টায় সিএনজিচালিত অটোরিকশা আটকিয়ে ডাকাতি করছে খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত মাটিয়ারায় অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করে।

পিস্তলধারী দুই ডাকাতকে ধাওয়া করেও ধরতে পারা যায়নি বলে জানান তিনি।

আটক ডাকতরা হলো জেলার চৌদ্দগ্রামের মিয়ারবাজার শ্রীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে মো. আরিফ হোসেন (১৮), মাটিয়ারার আবুল কালামের ছেলে সাদ্দাম হোসেন (২০), একই এলাকার মো. ইউনুস মিয়ার ছেলে ইমাম হোসেন (৩০)।

এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad