ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় ব্যবসায়ীর ১৫ লাখ টাকা লুট: ২ ডাকাতকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ডাকাতির সময় দুই ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার রাতে আশাশুনির মধ্য একসরা লঞ্চঘাটে চিংড়ি ঘের ব্যবসায়ী রুহুল কুদ্দুস গাজীর কাছ থেকে ১৫ লাখ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ডাকাতদের দুজনকে ধরে গণপিটুনি দেয়।



আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘উপজেলার কালিকাপুর গ্রামের ইমান গাজীর ছেলে ওই ব্যবসায়ী ব্যবসার কাজে খুলনায় যাওয়ার জন্য রাত ১০টার দিকে লঞ্চঘাটে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অস্ত্রধারী ৬/৭ জন ডাকাত তার কাছে থাকা টাকা লুট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে দুই ডাকাতকে ধরে ফেলে। অন্য ডাকাত সদস্যরা লুণ্ঠিত টাকা নিয়ে পালিয়ে যায়। ’

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান থেকে ডাকাতদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
আটককৃতরা আশাশুনির চেউটিয়া গ্রামের বকুল বিশ্বাসের ছেলে রফিকুল বিশ্বাস (৩৫) ও মন্তেজ গাজীর ছেলে আসাদুল গাজী (৩২)।

ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের এবং পলাতক ডাকাতদের গ্রেপ্তার ও লুষ্ঠিত টাকা উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।