ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৪ আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে রমজান ও ঈদের ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
১৪ আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে রমজান ও ঈদের ছুটি

ঢাকা: দেশের সব স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এবং সমমানের ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ আগস্ট শনিবার থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হবে।

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান।



রমজানে রাজধানীকে যানজট মুক্ত রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব ও সার্বিক অবস্থা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।

তিনি আরও জানান, মাদ্রাসা ছাড়া বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি থাকবে। মাদ্রাসাগুলোতে ছুটি থাকবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এসব ছুটি শেষে বার্ষিক পঞ্জিকা অনুযায়ী আবারও কাস শুরু করা হবে।

মন্ত্রী বলেন, ‘রাজধানীর যানজট নিরসনের লক্ষ্যে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১০ রমজানের পরই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি ঘোষণার প্রস্তাব করেছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব এবং রোজাদার  শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজা ও ঈদ উপলক্ষে প্রতিবারই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি ছুটি দেওয়া হয়। এবার ছুটি কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। এতে ৪/৫ দিন কাসের ক্ষতি হতে পারে। পরে তা সমন্বয় করে নেওয়া হবে। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘পরীক্ষা চলছে এমন প্রতিষ্ঠানগুলো এ ব্যাপারে নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ১২ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।