ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়িতে গিয়ে কিশোরীকে ছুরি মেরে হত্যা করল ইভটিজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

ঢাকা: ইভটিজিংয়ের বলি হল টঙ্গির মাস্টার পাড়ার কিশোরী নাসরিন সুলতানা। বুধবার বিকেলে বাসায় ঢুকে তাকে ছুরি মেরে হত্যা করেছে এলাকার বখাটে যুবক ফারুক।



এ ঘটনায় জনতা ফারুককে ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

টঙ্গীর মরহুম সামসুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্রী নাসরিনের বাবার নাম মো. নাসিরউদ্দিন।

প্রত্যক্ষদর্শী মো. মামুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, বিকাল চারটায় নাসরিনদের বাড়িতে ঢুকে তার পেটে ও পিঠে ছুরি মারে ফারুক। এ সময় নাসরিনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ফারুক পালানোর চেষ্টা করে। কিন্তু লোকজন তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়।

টঙ্গী থানা সূত্রে জানা গেছে, গুরুতর আহত নাসরিনকে প্রথমে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে আটটায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আবু তাহের বাবু বলেন, ‘স্কুলে আসা-যাওয়ার পথে নাসরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতো ফারুক। কিন্তু তাতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আজ সে এ ঘটনা ঘটিয়েছে। ’

এ ব্যাপারে টঙ্গী থানায় একটি হত্যা মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।