ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় বজ্রপাতে ১০ জন আহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

চুয়াডাঙ্গা: সদর উপজেলার তিন গ্রামে বুধবার সকালে বজ্রপাতে দশ ব্যক্তি আহত হয়েছেন। মারা গেছে একটি গরু ও একটি ছাগল।



আহতরা হচ্ছেন-হিজলগাড়ী গ্রামের কলম আলী (৪০), লাবণী (৩৫), আলমগীর (৩৮), নেকবার আলী, কোটালী গ্রামের আফেজ উদ্দিন (৪৮) ও সোবদার (৩৬) এবং ছোট শলুয়া গ্রামের আকাশ (২৫) ও ময়েনউদ্দিন। বাকি দু’জনের নাম জানা যায়নি।

গুরুতর আহত কলম আলী, লাবণী, আফেজ, সোবদার ও ময়েনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, সকাল এগারোটার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে উপর্যুপরি বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।