ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে হকারদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

সাভার: সাভারের নবীনগরে ঢাকা-আরিচা মহাসড়কে হকারদের অবরোধ বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলের উভয় পাশেই তৈরি হয়ে তীব্র যানজট।



রোববার জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সৌন্দর্য রক্ষায় সাভার ক্যান্টনমেন্ট বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগ বুলডোজার দিয়ে নবীনগর বাসস্টান্ড থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত রাস্তার দুপাশের কয়েক শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। আজ দুপুরে কয়েকজন হকার আবারো রাস্তার পাশে স্থাপনা তৈরি করতে গেলে ক্যান্টনমেন্ট বোর্ডের নিরাপত্তাকর্মীরা তাতে বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় এক হকার্স নেতা গুরুতর আহত হন। এর প্রতিবাদে সন্ধ্যা ৬টার দিকে হকাররা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

অবরোধের মুখে ঢাকা-কালিয়াকৈর সড়কেও থমকে গেছে যান চলাচল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হকারদের অবরোধ বিক্ষোভ অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad