ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে যুবক নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৯, জানুয়ারি ১৩, ২০১৬
পার্বতীপুরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে যুবক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চৌপুকুর এলাকায় বাস ও প্রাইভেটকারের  সংঘর্ষে আনোয়ার হোসেন (২৩) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে পার্বতীপুর-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত প্রাইভেটকার চালক আনোয়ার হোসেন (২৩) রংপুর বিভাগীয় শহরের সাতপাড়া শান্তিধারা এলাকার হাসান আলীর ছেলে।

পার্বতীপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মমিন বাংলানিউজকে জানান, আনোয়ার হোসেন ভাড়ায় চালিত একটি প্রাইভেটকার (নম্বর ঢাকা মেট্রো গ-২৫৯৯) নিয়ে সকালে পার্বতীপুর রেল স্টেশনে আসছিল। পথে চৌপুকুর এলাকায় রংপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি সড়কের পাশের জমিতে ছিটকে পড়ে যায়। এতে চালক আনোয়ার হোসেন প্রাইভেটকারের ভেতরে চাপা পড়ে নিহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে ১০টার দিকে মরদেহ ও প্রাইভেটকার উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

আন্তঃনগর সীমান্ত ট্রেনে কয়েকজন যাত্রী খুলনা থেকে পার্বতীপুর রেল স্টেশনে এসে নামে। ওই যাত্রীদের রংপুরে নিয়ে যাওয়ার জন্য আনোয়ার প্রাইভেটকার নিয়ে পাবর্তীপুর আসছিল। প্রাইভেটকারটি রংপুর শহরের বাস টার্মিনালের পাশে পার্বতীপুর মহল্লার কিশোরগঞ্জ ব্রিজ এলাকার সাহেব আলীর বলে জানা গেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মমিন।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসআই
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।