ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

বিপথগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, জানুয়ারি ১২, ২০১৬
বিপথগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

ঢাকা: মানুষের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিপথগামী উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

তিনি বলেন, বিপথগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং প্রয়োজনে আরও কঠোর হবো।



মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বর্তমান সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি, সন্ত্রাস সহিংসতায় বাঙালি বিশ্বাসী নয়।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছেন।

‘সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছেন। কাউকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না’।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমইউএম/আইএ

** ২০১৮ সালে পদ্মাসেতু দিয়ে যান চলাচল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।