ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হাজীগঞ্জের হামিদিয়া জুট মিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৮, জানুয়ারি ১১, ২০১৬
হাজীগঞ্জের হামিদিয়া জুট মিলে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ হামিদিয়া জুট মিলে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে মিলের কয়েকটি মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে।



সোমবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হামিদিয়া জুট মিলের ম্যানেজার মানিক সর্দার বাংলানিউজকে জানান, ফাস্ট ডুয়িং মেশিনে কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ‍আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিলের শ্রমিকরা পাশের পুকুরের পানিরে সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মিলের ফাস্ট ডুয়িং মেশিন এবং ৫০ কেজি পাট পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকার মতো।

হাজীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা আবুল বাসার বাংলানিউজকে জানান, মিলের শ্রমিক ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।