ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নিখোঁজ শিশুর বস্তাভর্তি মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৬, জানুয়ারি ১১, ২০১৬
নিখোঁজ শিশুর বস্তাভর্তি মৃতদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধায় গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে মশিউর রহমান (১০) নামে নিখোঁজ এক শিশুর বস্তাভর্তি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



এর আগে রোববার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিখোঁজ হয় শিশুটি।

মশিউর রামপুরা গ্রামের গোলাম আলীর ছেলে। সে স্থানীয় রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে বাঁশঝাড়ে মশিউরের বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির গলার ডান পাশে জখম রয়েছে। মৃতদেহটি বস্তায় ভর্তি থাকলেও মুখ খোলা ছিল।

শিশুটির পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে ঘরে বসে টিভি দেখার সময় নিখোঁজ হয় মশিউর। খোঁজা-খুঁজির একপর্যায়ে সকালে বাড়ির অদূরে একটি বাঁশঝাড় থেকে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।