ঢাকা, শনিবার, ১৪ আষাঢ় ১৪৩২, ২৮ জুন ২০২৫, ০২ মহররম ১৪৪৭

জাতীয়

সোমবার ঢাকা অাসছেন সৌদি প্রিন্স তুর্কি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫০, জানুয়ারি ১১, ২০১৬
সোমবার ঢাকা অাসছেন সৌদি প্রিন্স তুর্কি সৌদি প্রিন্স তুর্কি বিন আবদুল আজিজ আল সৌদ

ঢাকা: দু’দিনের সফরে সোমবার (১১ জানুয়ারি) ঢাকা আসছেন সৌদি প্রিন্স তুর্কি বিন আবদুল আজিজ আল সৌদ।

বরগুনায় সৌদি সহায়তায় প্রতিষ্ঠিত একটি স্কুল ও সাইক্লোন সেন্টারের উদ্বোধনীতে অংশ নেওয়া সফরের উদ্দেশ্য।



মঙ্গলবার (১২ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেন্টারটটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সৌদি প্রিন্স সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাবেন। মঙ্গলবার ঢাকা ছাড়বেন তিনি।

প্রিন্স তুর্কি প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের সপ্তম সন্তান। আব্দুল্লাহ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন প্রিন্স তুর্কি।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
জেপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।