ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্ত্রীর মামলায় অভিনেতা হেলাল খানের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
স্ত্রীর মামলায় অভিনেতা হেলাল খানের জামিন হেলাল খান ও উমা খান

ঢাকা: স্ত্রী শিল্পী ঊমা খানের দায়ের করা যৌতুকের মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন নিয়েছেন চিত্রনায়ক হেলাল খান।

রোববার (০৩ জানুয়ারি) আদালতের নির্দেশে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।



শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন ১০ হাজার টাকার স্ট্যাম্পে মুচলেকায় এ জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৭ ডিসেম্বর হেলাল খান তার স্ত্রী ঊমা খানের কাছে ৮০ হাজার ডলার (৬০ লাখ) যৌতুক দাবি করেন।

পরে ১০ ডিসেম্বর যৌতুক আইনের ৪ ধারায় ঢাকা চিফ মেট্রোপলিটন আদালতে এ মামলা করেন ঊমা খান।

ওই দিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে বাদীর জবানবন্দি গ্রহণ করে রোববার হেলাল খানকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়‍ারি ২০, ২০১৫
এমআই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।