ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাস চাপায় ছাত্র নিহত

চৌগাছার ৫ রুটে বাস চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
চৌগাছার ৫ রুটে বাস চলাচল বন্ধ

যশোর: যশোরের চৌগাছায় বাস চাপায় স্কুলছাত্র নিহতের ঘটনায় ৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (০১ জানুয়ারি) দুপুরে এলাকাবাসীর রোষানলে পড়ে চৌগাছা বাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন ৫টি রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়।



সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের চাঁদপুর এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল মান্নান নামে চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্র নিহত হয়।

এ সময় স্থানীয় লোকজন বাসটি (সাতক্ষীরা-ব-০৪২) ভাঙচুর ও চালক জিয়াউর রহমানকে মারধর করে পুলিশে দেয়। এ ঘটনায় এলাকাবাসীর রোষানলে পড়ে ওই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় বাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন জরুরি আলোচনা করে চৌগাছা-যশোর, চৌগাছা-ঝিকরগাছা, চৌগাছা-মহেশপুর, চৌগাছা-কোটচাঁদপুর ও চৌগাছা-পুড়াপাড়া সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। এমনকি শুক্রবার সন্ধ্যায় বাস শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে থ্রি হুইলার, ইজিবাইক, নসিমন, করিমনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।  

চৌগাছা বাস মালিক সমিতির নেতা হাফিজুর রহমান সাংবাদিকদের বলনে, শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এটা মালিকদের কোনো বিষয় নয়।

চৌগাছা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, ‘অন্যায়ভাবে’ একজন শ্রমিকের হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ করা হয়েছি। এর সুরাহা না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন রাতে বাংলানিউজকে বলেন, লোকমুখে জানতে পেরেছি শনিবার (০২ জানুয়ারি) বিকেল থেকে বাস চলাচল শুরু হতে পারে।

তবে সুরাহা না হওয়া পর্যন্ত বাস বন্ধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত হলো। উল্টো অন্যায়ভাবে তারা বাস চলাচল বন্ধ করলো।

বাংলাদেশ সময়: ০১১৬ ঘণ্টা,  জানুয়ারি ০২, ২০১৫
জেডএস

** চৌগাছায় বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।