ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চবির নতুন উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ

স্টাফ করেসপন্ডেন্ট/চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জুন ১৪, ২০১১

চট্টগ্রাম: প্রায় সাত মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.আনোয়ারল আজিম আরিফ।



মঙ্গলবার বিকেল চারটায় ড.আনোয়ারুল আজিম আরিফকে উপাচার্য নিয়োগ সংক্রান্ত সরকারি আদেশ ফ্যাক্সযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিউল আলম।

শফিউল আলম বাংলানিউজকে বলেন, ‘আগামীকাল নতুন ভিসি কর্মস্থলে যোগ দেবেন। ’

উল্লেখ্য মুক্তিযুদ্ধের সপক্ষের প্রগতিশীল বুদ্ধিজীবী হিসেবে চট্টগ্রামের সর্বমহলে সমাদৃত আনোয়ারুল আজিম আরিফ ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

এরপর তিনি দীর্ঘ প্রায় চার বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে গত বছর ২৭ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবু ইউসুফ আলম মারা যান। এরপর থেকে উপ-উপাচার্য ড. মো. আলাউদ্দিন ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।