ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে যুবকের মৃতদেহ উদ্ধার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, আগস্ট ২৭, ২০১৪
বিজয়নগরে যুবকের মৃতদেহ উদ্ধার, আটক ১ ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে আলী হোসেন (২৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপন মিয়া নামে এক যুবকে আটক করেছে পুলিশ।



বুধবার দুপুরে ওই এলাকা থেকে শরীর থেতলানো অবস্থায় আলী হোসেনর মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃত আলী হোসেন ওই উপজেলার কামালমোড়া গ্রামের ধন মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বাংলানিউজকে জানান, ধারণা করা হচ্ছে ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা গেছে।

আটক যুবক রিপন পুলিশকে জানায়, মঙ্গলবার রাতে তারা তিনজন মিলে মদ পান করার সময় আলী হোসেনের এক মামা দেখে ফেলে। এরপরই সে রেললাইনের দিকে চলে যায়। অবচেতনতার কারণেই তিনি ট্রেনের নিচে কাটা পড়ে থাকতে পারে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।