ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পোশাক শ্রমিকনেত্রী মিশু ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

ঢাকা: গার্মেন্টসে ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া সংক্রান্ত কাফরুল থানার মামলায় পোশাক শ্রমিকনেত্রী ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদিকা মোশরেফা মিশুর ফের একদিন রিমান্ডে নেওয়া হয়েছে।

একই সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেক শ্রমিক নেতা বাহরাইনে সুলতান বাহারকে কাফরুল ও খিলক্ষেত থানার দুটি মামলায় দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


 
শুক্রবার বিকালে ঢাকার মহানগর হাকিম মুনসী আব্দুল মজিদ এ আদেশ দেন।

আইনজীবী জহিরুল ইসলাম মোল্লা মিশুর রিমান্ডের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন। মিশুর পক্ষে তিনি জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তা নাকচ করে দেন।
 
মামলার তদন্ত কর্মকর্তা মোশরেফা মিশুকে পাঁচদিন ও বাহরানে সুলতানে বাহারকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
 
খিলক্ষেত থানার ১৩(১২)১০ মামলায় মিশুর ১০ দিন রিমান্ড শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করা হয়েছে।
 
মামলার এজাহারে বলা হয়, গত ৩০ জুন নূন্যতম মজুরি নিয়ে গার্মেন্টসে অসন্তোষ দেখা দেয়। এসময় শ্রমিকরা গামের্ন্টসে ভাঙচুর ও পুলিশের গাড়িতে আগুন দেয়। মিশুর বিরুদ্ধে শ্রমিকদের ইন্ধন দেওয়ার অভিযোগ আনা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad