ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সায়েদাবাদে নির্মাণাধীন ভবনের নিচে মিলল যুবকের বস্তাবন্দি লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, অক্টোবর ২৩, ২০২৫
সায়েদাবাদে নির্মাণাধীন ভবনের নিচে মিলল যুবকের বস্তাবন্দি লাশ প্রতীকী ছবি

রাজধানীর সায়েদাবাদে নির্মাণাধীন ভবনের নিচ থেকে বস্তাবন্দি অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে বুধবার (২২ অক্টোবর) রাত ১টার দিকে সায়েদাবাদ ভিসার গলির ফারুক আহমেদের নির্মাণাধীন বাড়ির নিচ থেকে লাশটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। পরদিন বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরদার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ পাওয়া যায়। তার পরনে হালকা গোলাপি রঙের হাফ হাতা গেঞ্জি ও কালো টিশার্ট ছিল।  

তিনি আরও উল্লেখ করেন, নিহতের গলায় টিশার্টের ছেঁড়া টুকরো প্যাঁচানো ছিল এবং দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। শরীর আংশিকভাবে পচে ফুলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।  

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।