ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার সহায়তা দিলো জাপান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, সেপ্টেম্বর ২৯, ২০২৫
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার সহায়তা দিলো জাপান রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার সহায়তা দিলো জাপান

ঢাকা: বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) জীবন রক্ষাকারী সহায়তার আওতায় রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীকে ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলারের নতুন তহবিল প্রদান করেছে  জাপান।  

সোমবার ( ২৯ সেপ্টেম্বর)  ঢাকার জাপান দূতাবাস এ তথ্য জানিয়েছে।

রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ নিশ্চিত করতে এবং আশ্রয়দাতা সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের, সহায়তা প্রদানে জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা  শিবিরগুলিতে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিলের তীব্র হ্রাস নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ক্রমবর্ধমান মানবিক সংকট রোধ করতে এবং রোহিঙ্গারা নিরাপদে এবং মর্যাদার সাথে মিয়ানমারে ফিরে যেতে পারে এমন একটি দীর্ঘমেয়াদী সমাধানে অবদান রাখতে জাপান ডাব্লিউএফপি   এবং সমস্ত অংশীদারদের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


টিআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।