ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

উত্তরায় বাসের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, সেপ্টেম্বর ২৯, ২০২৫
উত্তরায় বাসের ধাক্কায় কলেজশিক্ষার্থীর মৃত্যু প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় বাসের ধাক্কায় আরমান মির্জা (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।  

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এই দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার ‍মৃত্যু হয়।

নিহতের খালা নাজনীন আক্তার জানান, উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পাস করেন আরমান। তার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব হাটিয়ালা গ্রামে। বাবার নাম আবু সুফিয়ান মির্জা।

তিনি আরও জানান, ভোরে জসিম উদ্দিন রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আরমান। আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।