রাজধানীর জুরাইনে ফুটপাত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা ভবঘুরে প্রকৃতির।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন যাত্রীছাউনির পাশে ফুটপাত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম. ইরফান উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যাত্রীছাউনির পাশে ফুটপাতে পাশাপাশি দুইজন মৃত অবস্থায় পড়ে আছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। পরবর্তীতে সেখানেই তাদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
তিনি জানান, পরবর্তীতে মৃত একজনের পরিচয় জানা গেছে। তার নাম মনির (৩৮)। বাড়ি বরিশাল উজিরপুর উপজেলার যোগিরকান্দা গ্রামে। বাবার নাম মৃত আব্দুর রশিদ। থাকতেন মুরাদপুর এলাকায়। তার দুই স্ত্রী রয়েছে। তবে তাদের সাথে তেমন যোগাযোগ ছিল না। খবর দেওয়ার পর দুই স্ত্রী এসে লাশ শনাক্ত করেছে।
এসআই ইরফান বলেন, তারা দুইজনই মাদকাসক্ত। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ছাড়া অপরজনের নাম জানার চেষ্টা করা হচ্ছে।
এজেডএস/এএটি