ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় জাল নোটের কারবারি গ্রেপ্তার, রুপি-টাকা জব্দ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৭, আগস্ট ১৭, ২০২৫
আশুলিয়ায় জাল নোটের কারবারি গ্রেপ্তার, রুপি-টাকা জব্দ

সাভার (ঢাকা): ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামে পেশাদার এক জাল নোট কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা বিভাগ (ডিবি)।  

রোববার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন।

শনিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগের কুন্ডলবাগ এলাকায় অভিযান পরিচালনা করে রফিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিকুল ইসলাম ওরফে রফিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী গ্রামের মৃত মান্নান সিকদারের ছেলে। তিনি পেশাদার জাল টাকা কারবারি বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রফিকুল ইসলাম রফিককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ রুপি মানের ৭৯টি নোট ও ৫০০ টাকার ২৩২টি জাল নোট জব্দ করা হয়।

পুলিশের ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বাংলানিউজকে বলেন, জব্দ নোটসহ কারবারিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।