ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

জাতীয়

বিমান বাহিনীর পক্ষ থেকে ২ হাসপাতালে সমন্বয় সেল

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, জুলাই ২৪, ২০২৫
বিমান বাহিনীর পক্ষ থেকে ২ হাসপাতালে সমন্বয় সেল আইএসপিআর

ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দুই হাসপাতালে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে আহতদের চিকিৎসাসেবা ও সমন্বয়সহ বিভিন্ন সহায়তা প্রদানের জন্য সমন্বয় সেল গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ বিমান বাহিনী পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনায় আহতদের চিকিৎসাসেবা ও সমন্বয়সহ বিভিন্ন সহায়তা প্রদানের উদ্দেশ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউট (কক্ষ নং-৮১১, ০১৭৬৯৯৯৩৫৫৮) এবং সিএমএইচ, ঢাকা (০১৮১৫৯১২৬১৭) তে সমন্বয় সেল গঠন করা হয়েছে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।