ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

সিএমএইচে থাকা ৫ জনের লাশ শনাক্ত করা যায়নি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, জুলাই ২১, ২০২৫
সিএমএইচে থাকা ৫ জনের লাশ শনাক্ত করা যায়নি সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গের ফটক। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ২০ জনের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৪ জনের লাশ রয়েছে। এদের মধ্যে পাঁচজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

সোমবার (২১ জুলাই) সিএমএইচ মর্গ থেকে বেরিয়ে এ তথ্য জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল থেকে বলা হয়, যাদের লাশ শনাক্ত হয়নি তাদের ডিএনএ পরীক্ষার পর মরদেহ আত্মীয়-স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

এখানে যাদের লাশ আছে, তাদের মধ্যে মাইলস্টোন কলেজের তিন শিক্ষকও আছেন বলে জানিয়েছেন ওই কলেজের শিক্ষক দেলোয়ার হোসেন রানা। এমনকি এই শিক্ষকের নিজের মেয়েও দুর্ঘটনায় নিহত হয়েছে।  

এদিকে সিএমএইচ পরিদর্শনে এসেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এসময় তিনি নিহতদের স্বজনদের সান্ত্বনা দেন। উপদেষ্টা বলেন, ‘এখানে যারা মারা গেছেন, তাদের একটাই সান্ত্বনা দেওয়ার আছে যে কোরআনে আছে, পানিতে পড়ে ও আগুনে যারা নিহত হন তারা শহীদ। ওপারে শহীদি মর্যাদা পাবে। এখন এই সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু বলার ভাষা আমি পাচ্ছি না। ’

বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১ জন। এদের বেশিরভাগই শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস জানায়, তারা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছে যে, উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি সশস্ত্র বাহিনীও উদ্ধারকাজে যোগ দেয়।

ইএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।