ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

প্রকাশ্যে বর্বর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, জুলাই ১২, ২০২৫
প্রকাশ্যে বর্বর হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও বিচার দাবি

পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। তারা এ ঘটনাকে মানবাধিকারের চরম লঙ্ঘন এবং দেশের সামাজিক ও বিচারিক ব্যবস্থার ওপর এক ভয়াবহ প্রশ্নবোধক চিহ্ন হিসেবে বর্ণনা করেছে।

শনিবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবি করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভিডিও ফুটেজে দেখা গেছে—কয়েকজন ব্যক্তি জনসম্মুখে নির্মমভাবে লাল চাঁদকে হত্যা করেছে, অথচ পুলিশ বা নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেনি। রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায়, শত শত মানুষের সামনে এমন একটি ভয়াবহ ঘটনা ঘটার বিষয়টি অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক ও উদ্বেগজনক।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা-কর্মীর সম্পৃক্ততার তথ্য সামনে এসেছে। এইচআরএসএস মনে করে, স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরাসরি সম্পৃক্ততা অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী কীভাবে দণ্ডমুক্তির সংস্কৃতিকে পুঁজি করে নিরীহ নাগরিকদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

এইচআরএসএস-এর ভাষ্যমতে, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং বিচারহীনতা ও দণ্ডমুক্তির একটি চলমান ধারারই অংশ। এই পরিস্থিতি দেশের মানবাধিকার পরিস্থিতিকে আরও দুর্বল করে তুলছে।

সংগঠনটি ছয় দফা দাবি জানিয়েছে-

১. দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় নিরপেক্ষ, স্বচ্ছ ও সময়োপযোগী বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

২. ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে—তার রাজনৈতিক পরিচয় যাই হোক—আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৩. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বহীনতা ও ব্যর্থতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৪. নাগরিক নিরাপত্তা ও গণপ্রতিরোধ নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

৫. ভুক্তভোগীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৬. রাজনৈতিক দলগুলোকে তাদের সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।  

এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।