ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের শুভেচ্ছা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৬, জুলাই ২, ২০২৫
বাংলানিউজের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের শুভেচ্ছা বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল ও নির্বাহী কমিটির সদস্যরা

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকা।

মঙ্গলবার (১ জুলাই) বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি টাওয়ারে বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল ও নির্বাহী কমিটির সদস্যরা।

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল হালিম, কল্যাণ সম্পাদক মো. আক্তারুজ্জামান (গাজী আক্তার), প্রচার সম্পাদক মুত্তাকিনুর রহমান (মাসফি) উপস্থিত ছিলেন।

বাংলানিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতির দায়িত্ব পালন করছেন।

টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।